ব্রিটিশ বালকের পিয়ানো বাজানোর রেকর্ড
জীবনে বড় হওয়ার জন্য বয়স কোনো বিষয় নয়। মেধা থাকলে যে কেউ যে কোনো সময় বিশ্বে মাথা উঁচু করে বলতে পারে তার নাম। আর এই গর্বের খাতায় নাম লেখালেন ব্রিটেনের নয় বছরের এক স্কুল বালক। পিয়ানো বাজানোর ক্ষেত্রে সর্বকনিষ্ঠের খেতাব তার! ডে-ড্রিমস (দিবাস্বপ্ন) নামে একটি অ্যালবাম বের করবে কারতিস এলটন। সে বর্তমানে অষ্টম গ্রেডে পড়লেও বিশ্ববিদ্যালয়ে পিয়ানো বাজানোর ক্ষেত্রে প্রথম স্থান অধিকার করেছে! তিন বছর বয়স থেকেই এলটন পিয়ানো বাজানোর কাজটি শিখে নেয়। আর এক্ষেত্রে প্রধান কারিগর তার মা হেলেই এলটন। কেবল এই রেকর্ডের অধিকারী নয় সে, আট বছর বয়সে এলটন গিল্ডহল স্কুল অব মিউজিক নামের একটি পিয়ানো স্কুলে যাওয়ার যোগ্যতা অর্জন করে। আগামী নভেম্বরেই তার পিয়ানো বাজানো নিয়ে একটি অ্যালবাম বের হতে যাচ্ছে।