সৌদি আরবে হামলা নিয়ে ন্যাটোর উদ্বেগ
ন্যাটোর সামরিক জোটের প্রধান জেনস স্টলটেনবার্গ সৌদি আরবের দুটি তেল স্থাপনায় ড্রোন হামলার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছেন। এ হামলার জের ধরে মধ্যপ্রাচ্যে নতুন সংঘাতের আশঙ্কা করছেন তিনি। জেনস স্টলটেনবার্গ বলেন, ইরান ‘পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলছে’। এর আগে গতকাল সোমবার কৃত্রিম উপগ্রহ থেকে তোলা ছবি ও গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে যুক্তরাষ্ট্র দাবি করেছে, ইরানই ওই হামলার জন্য দায়ী।
জেনস স্টলটেনবার্গ গতকাল সোমবার সংবাদ সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাত্কারে বলেন, ‘এ জাতীয় হামলা প্রতিহত করতে আমরা সব পক্ষকে আহ্বান জানাচ্ছি। এর ফলে পুরো অঞ্চলে নেতিবাচক পরিস্থিতির সৃষ্টি হয়। এমন হামলা থেকে আঞ্চলিক সংঘাত বেড়ে যাওয়ার ঝুঁকি নিয়েও আমরা অত্যন্ত উদ্বিগ্ন।’
সৌদি আরবের পূর্বাঞ্চলে গত শনিবার ভোরে আরামকোর সবচেয়ে বড় তেল পরিশোধনাগার আবকায়িক ও খুরাইসে ড্রোন হামলা হয়। হামলার পরপরই দুটি কেন্দ্রে ভয়াবহ আগুন ধরে যায়। ওই হামলায় কেউ হতাহত হয়নি। তবে এর কারণে সৌদি আরবের দৈনিক তেল উৎপাদন অর্ধেকের বেশি কমে গেছে। এতে বৈশ্বিক বাজারে তেলের সরবরাহ কমেছে ৫ শতাংশ। গতকাল সোমবার এর প্রভাব পড়ে। বৈশ্বিক বাজারে অপরিশোধিত তেলের দাম সর্বোচ্চ ১৯ শতাংশ পর্যন্ত বেড়েছে।
বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক দেশ সৌদি আরব বৈশ্বিক বাজারে দৈনিক ৭০ লাখের বেশি ব্যারেল তেল সরবরাহ করে। তেলের স্থাপনায় হামলার কারণে দেশটির উৎপাদন তাৎক্ষণিকভাবে ৫৭ লাখ ব্যারেল কমে গেছে।