ভয়াবহ অনলাইন যৌন হয়রানিতে ব্রিটিশ শিশুরা
সম্প্রতি ব্রিটেনে আশঙ্কাজনক হারে ‘অনলাইন যৌন হয়রানির শিকার’ হচ্ছে শিশুরা। ইন্টারনেটে ওয়েব ক্যামেরার সাহায্যে যৌন কার্যকলাপের মাধ্যমেই মূলত এমন ঘটনা ঘটছে।
ব্রিটেন ভিত্তিক সংস্থা ‘ব্রিটেন চাইল্ড এক্সপ্লোশন এন্ড অনলাইন প্রটেকশন’ অনলাইনে শিশুদের যৌন হয়রানির তথ্য উন্মোচন করে। শিশুদের অনলাইন যৌন হয়রানি থেকে রক্ষার সংস্থা সিইওপি’র বরাত দিয়ে এ খবর জানায় টাইমস অব ইন্ডিয়া।
বর্তমানে এই প্রবণতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে বলে জানায় তারা। এতে করে অনেকে আত্মহত্যাও করেছে। সিইওপি মোট ১২টি ঘটনা তদন্ত করেছে। যেখানে শিশুরা ওয়েবক্যামে যৌন কার্যকলাপ করবার পর ব্ল্যাকমেইলের শিকার হয়েছে।
যুক্তরাজ্যের পুলিশি তথ্য অনুযায়ী ৪২৪ জন শিশু এ পর্যন্ত অনলাইন যৌন হয়রানির শিকার হয়েছেন। এক্ষেত্রে ১১ থেকে ১৫ বছরের ছেলেরাই বেশিরভাগ লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে। অনলাইন যোগাযোগ মাধ্যমে কর্তৃপক্ষের মূল্যবোধের চর্চা বাড়ানোর উৎসাহ প্রদানই এ সমস্যা সমাধানে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে বলে মনে করছে সিইওপি।
সিইওপি জানাচ্ছে শিশুরা অনেক সময় নিজেদের আবেদনময় ছবি ও ভিডিও শেয়ার করছে। কখনোবা সরাসরি ওয়েবক্যামের মাধ্যমেই হচ্ছে যৌন লেনদেন। অপরিচিতদের সাথে এমন আচরণ শিশুদের আরও ঝুঁকিতে ফেলছে। যা অনেক সময় শিশুদের জীবনহানির কারণ হয়ে দাঁড়ায়।
বেশকিছু ঘটনায় দেখা গেছে এসব ভিডিওকে পুঁজি করে টাকা দাবি করে অনলাইন আগন্তুকরা। শিশুরা সেই টাকা দিতে অপারগতা প্রকাশ করলে ছবি, ভিডিও সবকিছু পরিবারের কাছে প্রকাশের ভয় দেখানো হয়। এ নিয়ে সিইওপি’র ১২টি কেস স্টাডির মধ্যে ৭ জনই আত্মহত্যার চেষ্টা করেছিল।