তিউনিসিয়ার সাবেক প্রেসিডেন্ট বেন আলীর ইন্তেকাল

তিউনিসিয়ার সাবেক প্রেসিডেন্ট জাইন আল-আবিদিন বেন আলী সৌদি আরবে ইন্তেকাল করেছেন। ক্ষমতাধর এই প্রেসিডেন্ট দুই দশকেরও বেশি সময় ধরে তিউনিসিয়ার প্রেসিডন্টে ছিলেন তিনি। তিউনিসিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয় মৃত্যুর বিষয়টি জানিয়েছে, বৃহস্পতিবার বেন আলী ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

২০১১ সালের শুরুর দিকে অর্থনৈতিক সঙ্কটে তিউনিসিয়ায় তীব্র গণবিক্ষোভের মুখে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে সৌদিতে নির্বাসনে যান তিনি। তিউনিসিয়ার প্রেসিডেন্ট হিসেবে ২৩ বছর ক্ষমতায় ছিলেন বেন আলী।

২০১০ সালের শুরু থেকে আরব বিশ্বের বিভিন্ন দেশে বয়ে যাওয়া গণবিপ্লবের ঝড়ে তার পতন হয়। এসময় কতৃত্ববাদী নেতা মিশরের হোসনি মোবারক, লিবিয়ার মুয়াম্মার আল গাদ্দাফির মত নেতারাও ক্ষমতা ছাড়তে বাধ্য হয়।

বেন আলী ১৯৮৭ সালের ৭ নভেম্বর ক্ষমতা গ্রহণ করেন। তিউনিসিয়ার স্বাধীনতার অগ্রদূত হাবিব বোর্গুইবাকে ক্ষমতাচ্যুত করে তিনি ক্ষমতায় আরোহন করেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button