যুবরাজের বিমানে যুক্তরাষ্ট্রে ইমরান
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের (এমবিএস) একটি বিশেষ বিমানে করেই যুক্তরাষ্ট্রে গেছেন। জাতিসংঘের ৭৪তম সাধারণ অধিবেশনে যোগ দিতে আজ রোববার যুক্তরাষ্ট্রে পা রেখেছেন ইমরান খান।
জানা গেছে, কোনো ধরনের বাণিজ্যিক ফ্লাইট ব্যবহার করতে ইমরান খানকে নিষেধ করেছেন এমবিএস। ইমরান খানের যুক্তরাষ্ট্র সফরের আগেই নাকি সৌদি যুবরাজ তাকে বলেছেন, ‘আপনি আমাদের বিশেষ অতিথি। আপনি যুক্তরাষ্ট্রে যাবেন আমার বিশেষ বিমানে।’
পাক পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি জানিয়েছেন, প্রধানমন্ত্রী ইমরান খান সৌদি পৌঁছে গেছেন। যুক্তরাষ্ট্রে সফরের আগে সৌদিতে দুইদিনের সফর করেছেন ইমরান খান। সেখানে তিনি কাশ্মীর ইসু্য নিয়ে এমবিএসের সঙ্গে আলোচনা করেন।
সৌদি সফরকালে বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল-সোউদের সঙ্গেও সাক্ষাৎ করেছেন ইমরান খান। এই দুই শীর্ষ নেতা দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের বিষয়েও আলোচনা করেছেন বলে পাক কর্তৃপক্ষ জানিয়েছে।