পার্লামেন্ট স্থগিতের সিদ্ধান্ত বেআইনী
প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ব্রিটিশ সুপ্রিম কোর্টের রুল
প্রধানমন্ত্রী বরিস জনসন সংসদকে অবৈধভাবে স্থগিত করেছেন বলে রায় দিয়েছে ব্রিটিশ সুপ্রিম কোর্ট। ইউরোপীয় ইউনিয়ন ছাড়ার মাত্র এক মাসের কম সময় বাকি থাকতে আজ মঙ্গলবার সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট এই ঐতিহাসিক রায় দিল। আদালত বলেছে, পার্লামেন্টকে দায়িত্ব পালন করতে না দেওয়াটা ভুল। দেশের গণতন্ত্রের মৌলিক বিষয়গুলোর উপর প্রভাব ‘ভয়াবহ’ বলে অভিমত দিয়েছেন কোর্ট প্রেসিডেন্ট লেডি হেল।
প্রধানমন্ত্রী বরিস জনসন ৫ সপ্তাহের জন্য পার্লামেন্ট স্থগিত করেছেন। স্কটল্যান্ডের সর্বোচ্চ দেওয়ানী আদালতের রায় বহাল রেখে সুপ্রীম কোর্ট ১৪ অক্টোবর পর্যন্ত সংসদ স্থগিতাদেশের সিদ্ধান্ত অকার্যকর ঘোষণা করেছে। যার সংসদ অধিবেশন এখনো বহাল রয়েছে। ফলে এখন চুক্তিহীন ব্রেক্সিটের বিরুদ্ধে অবস্থান নিতে পারবেন বিরোধী এমপিরা।