বৃহস্পতিবার দেশের সব ওষুধের দোকান বন্ধ

আগামী বৃহস্পতিবার সারাদেশে ওষুধের দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি (বিসিডিএস)। ওই দিন সকাল থেকে রাত ১০টা পর্যন্ত দেশের সব ওষুধের দোকান বন্ধ থাকবে। সোমবার বিকালে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির কার্যালয়ে ওষুধ ব্যবসায়ীদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
সমিতির উপসচিব মনিরুল ইসলাম জানান, ক্ষুদ্র ব্যবসায়ীদের হয়রানির প্রতিবাদে এ কর্মসূচি দেওয়া হয়েছে।
গত শনিবার পুরান ঢাকার মিটফোর্ড এলাকায় ওষুধ ব্যবসায়ীদের ভ্রাম্যমাণ আদালতের দেওয়া সাজা ও জরিমানার প্রতিবাদে এ কর্মসূচি দেয় সংগঠনটি।
বৃহস্পতিবারের মধ্যে গ্রেফতারকৃতদের মুক্তি, জরিমানা মওকুফ ও জব্দ করা ওষুধ ফেরৎ দেওয়া না হলে অনির্দিষ্টকালের জন্য দেশের সব ওষুধের দোকান বন্ধ করে দেওয়ারও হুশিয়ারি দিয়েছেন সংগঠনটির নেতারা।
উল্লেখ্য, গত শনিবার পুরান ঢাকার মিটফোর্ড এলাকার নয়টি মার্কেটে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে ১০৩ জনকে গ্রেফতার করে র‌্যাব। তাদের মধ্যে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত ২০ জনকে এক বছর করে কারাদণ্ড দেয়। বাকি ৮৩ জনকে সোয়া কোটি টাকা জরিমানা করে। এ সময় ২৮টি ওষুধের দোকান সিলগালা করে দেওয়া হয়। ওই দিন রাতে ভ্রাম্যমাণ আদালতে প্রায় সোয়া কোটি টাকা জরিমানা দিয়ে মুক্তি পান ৮২ জন ওষুধ ব্যবসায়ী। রোববার রফিকুল ইসলাম নামের আরেক ব্যবসায়ী দুই লাখ টাকা জরিমানা দিয়ে মুক্তি পান।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button