সিলেটে হবে মাল্টি সেক্টরাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক
প্রবাসী অধ্যুষিত আধ্যাত্মিক নগরী সিলেটে প্রায় একশত একর ভূমি নিয়ে মাল্টি সেক্টরাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক স্থাপনে সরকার পরিকল্পনা গ্রহণ করেছে। এমন তথ্য জানিয়েছেন সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত সভাপতি আবু তাহের মো. শোয়েব।
গতকাল বৃহস্পতিবার সিলেট চেম্বারের কনফারেন্স হলে দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে সভাপতি শোয়েব বলেন, ‘সিলেটের খাদিমনগর ও গোটাটিকরে অবস্থতি দুটি বিসিক শিল্প নগরীতে কোন প্লট খালি না থাকায় অনেক উদ্যোক্তা শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে পারছেন না। এর ফলে সিলেটের শিল্পায়ন বাধাগ্রস্থ হচ্ছে। এ ব্যাপারে শিল্প মন্ত্রণালয় ও সিলেট চেম্বারের প্রশাসকের সাথে আলোচনা করে সিলেটে নতুন শিল্প নগরী স্থাপনের লক্ষ্যে একটি আবেদনপত্র মন্ত্রণালয়ে পাঠানোর ব্যবস্থা করা হয়। যার প্রেক্ষিতে আগামীতে সিলেটে একশত একর জমি নিয়ে মাল্টি সেক্টরাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক স্থাপনে সরকার পরিকল্পনা গ্রহণ করেছে।
তিনি আরো বলেন, সিলেটে মাল্টি সেক্টরাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক স্থাপিত হলে আমদানি নির্ভরতা কমিয়ে এখান থেকে পণ্য বিদেশে রফতানি করা যাবে।