ব্রেক্সিটের জন্য সময় চাইবে ব্রিটেন!
ব্রেক্সিটের জন্য সময় বাড়াতে ইউরোপীয় ইউনিয়নের কাছে আবেদন জানাবে ব্রিটেন। স্কটিশ আদালতে প্রধানমন্ত্রী বরিস জনসনের সরকারের পেশ করা নথি থেকে এই তথ্য জানা গেছে। যদিও প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, সময় বাড়ানো হবে না। চুক্তিসহ কিংবা চুক্তি ছাড়াই ৩১ অক্টোবরের মধ্যে ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করবে ব্রিটেন।
ব্রেক্সিটবিরোধীরা প্রধানমন্ত্রীকে সময় বাড়ানোর আবেদন করতে বাধ্য করতে আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এর মধ্যেই এই খবর পাওয়া গেল। ডাউনিং স্ট্রিটের একটি সূত্র জানিয়েছে, সরকার পার্লামেন্টে পাসকৃত আইন মেনে চলবে। কিন্তু তাই বলে সরকারের কোনো কাজে এই আইন বাধা সৃষ্টি করতে পারবে না।