৩ বছরের শিশুর স্কুলব্যাগে ১৪ প্যাকেট গাঁজা

Gaza৩ বছর বয়সী এক মেয়ে শিশুর স্কুলব্যাগ থেকে ১৪ প্যাকেট গাঁজা উদ্ধার করেছে পুলিশ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের হারলেম এলাকায় ঘটেছে এ ঘটনা। প্রতিদিনের মতো গোলাপি রঙের মিনি মাউস স্কুলব্যাগটি নিয়ে স্কুলে গিয়েছিলো ছোট্ট শিশুটি। আর্লি লাইফ স্কুলের এক শিক্ষক ব্যাগে মাদকের সন্ধান পান। স্কুল কর্তৃপক্ষ পুলিশে খবর দেয় ও শিশুটির পিতামাতাকে স্কুলে ডেকে পাঠানো হয়। তদন্ত কর্মকর্তারা পিতামাতার সঙ্গে কথা বলার পর পারিবারিক এক বন্ধু ২৪ বছর বয়সী কেলি মেনাকে গ্রেপ্তার করে। কেলির বিরুদ্ধে গাঁজা রাখা ও বিক্রির অপরাধে অভিযোগ গঠন করা হয়েছে। তবে, ৩ বছরের ছোট্ট শিশুটির স্কুলব্যাগে কে এবং কি উদ্দেশ্যে ওই প্যাকেটগুলো রেখেছিল, তা প্রাথমিকভাবে জানা যায়নি। এদিকে ১৫০ ডলার দিয়ে জামিনে মুক্তি পেয়েছে কেলি মেনা নামের ওই ব্যক্তি।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button