ব্রেক্সিটের ভবিষ্যৎ নির্ধারণে বিশেষ বৈঠক পার্লামেন্টে

বেক্সিট ইস্যুতে ব্রিটেনের ভবিষ্যৎ নির্ধারণে জরুরি পার্লামেন্ট অধিবেশনে বসছেন যুক্তরাজ্যের এমপিরা। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সম্মেলনের পর আগামী ১৯ অক্টোবর শনিবার বিশেষ অধিবেশনে একত্রিত হচ্ছেন তারা। গত ৮০ বছরের ইতিহাসে বৃটিশ পার্লামেন্টে এমন অধিবেশন অনুষ্ঠিত হয়েছে মাত্র চারটি। ৩১ অক্টোবর ব্রিটেন ও ইইউ’র বিচ্ছেদ কার্যকরের সময়সীমা শেষ হচ্ছে। এর আগে কোনো চুক্তিতে পৌঁছাতে ইইউ’র সম্মেলনকে যুক্তরাজ্যের জন্য সর্বশেষ সুযোগ হিসেবে দেখা হচ্ছে। ইইউ সম্মেলনে কোনো চুক্তি হলে প্রধানমন্ত্রী বরিস জনসন তা এমপিদের সামনে সমর্থনের জন্য উপস্থাপন করবেন।
উল্লেখ্য, সাধারণত শুক্র ও শনিবার বন্ধ থাকে বৃটিশ পার্লামেন্ট। এই দু’দিন কোনো অধিবেশন বসে না। তবে ব্যতিক্রমও ঘটেছে। ১৯৩৯ সাল থেকে বর্তমান পর্যন্ত বৃটিশ পার্লামেন্টের ইতিহাসে চারটি অধিবেশন শনিবারে অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে প্রথম অধিবেশন হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছড়িয়ে পড়ার পর, ১৯৩৯ সালের ২রা সেপ্টেম্বর। আর সর্বশেষ অধিবেশনটি অনুষ্ঠিত হয় ১৯৮২ সালের ৩রা এপ্রিল। সে সময় বৃটিশ শাসনাধীন ফকল্যান্ড দ্বীপে সামরিক হামলা চালিয়েছিল আর্জেন্টিনা।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button