নাইজেরিয়ায় ঘুমন্ত শিক্ষার্থীদের ওপর গুলি, নিহত ৫০
নাইজেরিয়ায় একটি কলেজে বন্দুকধারীদের গুলিতে প্রায় ৫০ জনের মতো ছাত্রছাত্রী নিহত হয়েছেন। দেশটির উত্তর-পূর্বে ইয়োব প্রদেশে প্রত্যন্ত গুজবা শহরে কলেজ অব এগ্রিকালচারে এ ঘটনা ঘটে। হামলায় হতাহতের প্রকৃত সংখ্যা এখনও জানা যায়নি। তবে এ সংখ্যা শতাধিকও হতে পারে বলে আশংকা করা হচ্ছে।
কলেজটির প্রভোস্ট মলিমা ইদি মাটো সংবাদ সংস্থা এপিকে হামলার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি এপিকে বলেন, রোববার রাত ১টায় ছাত্রদের ঘুমের মধ্যে হামলা চালানো হয়। হামলার ফলে ১ হাজার ছাত্রছাত্রী কলেজ ছেড়ে পালিয়ে গেছে। নিরাপত্তা বাহিনী উদ্ধার তৎপরতা শুরু করেছে বলেও জানান তিনি। প্রদেশটির সামরিক বাহিনীর মুখপাত্র লাজারাস এলি সংবাদ সংস্থা এফপিকে জানান, গুলিবর্ষণের পর বন্দুকধারীরা শ্রেণীকক্ষগুলোতে আগুন ধরিয়ে দেয়।