প্রথমবার ২ ঘণ্টার কমে ম্যারাথন দৌড়
ম্যারাথনে বিশ্ব রেকর্ড গড়লেন এলিউড কিপচোগে। দুই ঘণ্টারও কম সময়ে ম্যারাথনের ৪২.২ কিলোমিটার পথ পাড়ি দিলেন কেনিয়ার এ অ্যাথলেট। শনিবার ভিয়েনায় এক ঘণ্টা ৫৯ মিনিট ৪০ সেকেন্ড সময় নিয়ে ম্যারাথন শেষ করেন ৩৪ বছর বয়সী কিপচোগে । যদিও এটাকে আনুষ্ঠানিকভাবে ম্যারাথনের বিশ্ব রেকর্ড হিসেবে স্বীকৃতি দেয়া হবে না। কেননা এটা উম্মুক্ত প্রতিযোগিতা ছিল না। তবে দুই ঘণ্টার কমে ম্যারাথন দৌড় শেষ করার প্রথম ঘটনা এটি। রেকর্ড গড়ার পর কিপচোগে বলেন, ‘এ থেকেই বোঝা যাচ্ছে, কেউই ফুরিয়ে যাওয়ার নয়। আমি এটা করে দেখিয়েছি।
আশা করছি, আমার পর আরও অনেকে এটা করতে পারবে।’ অলিম্পিক চ্যাম্পিয়ন কিপচোগেই ম্যারাথনে আনুষ্ঠানিক বিশ্বরেকর্ডটির মালিক। ২০১৮ সালে জার্মানির বার্লিনে ২ ঘন্টা ১ মিনিট ৩৯ সেকেন্ডে ম্যারাথন শেষ করেন তিনি।