মক্কায় বিশ্বের সবচেয়ে উঁচু ঝুলন্ত মসজিদের নির্মাণ চলছে

সউদী আরবের পবিত্র নগরী মক্কা মুকাররমায় নির্মিত হচ্ছে বিশ্বের সবচেয়ে উঁচু ঝুলন্ত মসজিদ। ইতিমধ্যেই ১৬১ মিটার উচ্চতা সম্পন্ন এই মসজিদের নির্মাণ কাজ শুরু হয়েছে। গতকাল শনিবার (১২ অক্টোবর) মক্কা-রিয়েল এস্টেট বোর্ডের পরিচালক আনাস সালেহ সাইরাফি এ প্রসঙ্গে সাংবাদিকদের জানান, পবিত্র হারাম শরিফের সন্নিকটে নির্মাণাধীন ঝুলন্ত এই মসজিদের উচ্চতা ১৬১ মিটার। স্থাপনাটি এমনভাবে নির্মাণ করা হবে- যেখানে দাঁড়িয়ে সরাসরি হারাম শরিফে অনুষ্ঠিত পাঁচ ওয়াক্ত নামাজের জামাতের দৃশ্য সরাসরি প্রত্যক্ষ করা যাবে এবং হারাম শরিফের সঙ্গে এখানে ডিজিটাল সাউন্ড সিস্টেমরও ব্যবস্থা করা হবে। আনাস সালেহ সাইরাফি আরও জানান, ঝুলন্ত মসজিদটির আয়তন হবে ৪০০ বর্গমিটার। যেখানে অনায়াসে দুই শতাধিক মুসল্লি নামাজ আদায় করতে পারবেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button