৫ মাস বেতন নেই বাংলাদেশীসহ ৮৫০ শ্রমিকের
পাঁচ মাস বেতন না পেয়ে জেদ্দায় মানবেতর দিন কাটাচ্ছেন বাংলাদেশী সহ ৮৫০ বিদেশী শ্রমিক। তারা দেশে অবস্থানরত স্বজনদের কাছে টাকা পাঠাতে পারছেন না। তাদের কেউ কেউ বলেছেন, বেতন না পেয়ে দেশে তাদের পরিবার ধার-দেনা করে চলছে। আসন্ন পবিত্র ঈদুল আজহা উদযাপন করার সামর্থ্য নেই তাদের। এমন অবস্থায় বাংলাদেশী সহ ওই শ্রমিকরা ধর্মঘট পালন করছেন। ওই শ্রমিকরা কাজ করেন তুরস্কের একটি নির্মাণ কোম্পানিতে। জুবাইল ও ইয়ানবুতে রয়েল কমিশনের কাছ থেকে হাউজিং প্রকল্পের এ কাজ পেয়েছে তুরস্কের ওই কোম্পানি। ওই অঞ্চলে তারা তিন বছর ধরে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। শ্রমিকরা বলছেন, তারা গত ৫ মাস ধরে বার বার কোম্পানির কাছে ধরনা দিয়েছেন তাদের পাওনার জন্য। কিন্তু তাদের কথা তারা কানেই তুলছে না।
এক শ্রমিক বলেছেন, রমজানে ও ঈদুল ফিতরের সময় দেশে স্বজনরা ধারদেনা করে সংসার চালিয়েছে। এবার ঈদুল আজহার সময়ও তাদের অবস্থা থাকবে একই। তিনি বলেছেন, ফোন করার মতো অর্থও নেই আমাদের সিম কার্ডে। তাতে রিচার্জ করার মতো অর্থও নেই আমাদের কাছে। তারা বলেন, ইয়ানবুতে তাদেরকে যেখানে থাকতে দেয়া হয়েছে সেখানে রয়েছে বহু সমস্যা। পানি সরবরাহ ব্যবস্থা কেটে দেয়া হয়েছে। কারণ, তারা বিল পরিশোধ করতে পারেন নি। এ বিষয়ে তারা শ্রম মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ দিয়েছেন গভর্নরের অফিসে। শ্রমিকরা বলেছেন, এ অবস্থায় কর্তৃপক্ষ আগামী সপ্তাহে এ সমস্যা সমাধানের জন্য শ্রমিক, কণ্ট্রাক্টর ও এজেন্টদের একটি বৈঠক আহ্বান করেছে। শ্রমিকরা আরও বলেন, কোম্পানি তাদেরকে বলছে এজেন্ট বা ক্লায়েন্টের কাছ থেকে তারা কোন অর্থ পায় নি। তাই শ্রমিকদের বেতন পরিশোধ করতে পারছে না।