সাধারণ নির্বাচনের হুমকি বরিসের
পার্লামেন্টে ব্রেক্সিট বিল পাস না হলে সাধারণ নির্বাচন দেবেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। গতকাল পার্লামেন্টে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী হুমকি দিয়ে বলেন, তিন মাস বিলম্বের চেয়ে বরং আগামী ক্রিসমাসের আগেই নির্বাচন হওয়াটা ভাল। তবে সংক্ষিপ্ত সময় বিলম্বে তিনি সমর্থন দিতে পারেন বলেও ইঙ্গিত দিয়েছেন।
প্রধানমন্ত্রী বরিস বলেন, ব্রেক্সিট বিলের বিরুদ্ধে নতুন যে কোনো প্রস্তাব দিলে ব্রেক্সিট কার্যকর করতে তিন মাস সময় লাগবে। তিনি বলেন, ব্রেক্সিট কার্যকর করতে পার্লামেন্ট যদি বাধা হয়ে দাঁড়ায় তাহলে তিন মাস বিলম্ব সরকার করবে না। বরং ব্রেক্সিট বিল বাদ দিয়ে নতুন সাধারন নির্বাচনের দিকে যাওয়াকেই সরকার সমর্থন করে। ডাউনিং স্ট্রিটের একটি সূত্র জানিয়েছে, আগামী জানুয়ারী পর্যন্ত ব্রেক্সিটের সময়সীমা বাড়াতে পারে ইউরোপীয় ইউনিয়ন।
সূত্র জানিয়েছে, পার্লামেন্ট যদি ফের বিলটির বিরোধিতা করে এবং ইইউ ৩১ জানুয়ারি পর্যন্ত সময় বাড়ায় তাহলে ওই বিল প্রত্যাহার করবে সরকার। পার্লামেন্টে বিলটি নিয়ে আর কোনো প্রস্তাব দেবে না বরিসের সরকার। ক্রিসমাসের আগেই নির্বাচন দেওয়া হবে। সংক্ষিপ্ত সময় কতদিন সেই বিষয়ে ডাউনিং স্ট্রিটের সূত্র কিছু জানায়নি। তবে স্থানীয় মিডিয়া জানিয়েছে, এই সময় ১০ দিন হতে পারে এবং প্রধানমন্ত্রী সেটা মেনে নিতে পারেন।