সালাহউদ্দিন কাদেরের ফাঁসির আদেশ
বিএনপি নেতা ও বিশিষ্ট পার্লামেন্টারিয়ান সালাহউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মঙ্গলবার চেয়ারম্যান বিচারপতি এটিএম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের প্রথম ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন। আদেশে বলা হয়, সালাহউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে আনীত অভিযোগের মধ্যে নয়টি অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদন্ডাদেশ দিয়েছেন। এর আগে সকাল ১০টা ৩৮ মিনিটে সালাহউদ্দিন কাদের চৌধুরীকে ট্রাইব্যুনালের হাজতখানা থেকে এজলাসের কাঠগড়ায় নেয়া হয়। সকাল ১০টা ৪৪ মিনিটে ১৭২ পৃষ্ঠার রায় পাঠ শুরু হয়। চেয়ারম্যান বিচারপতি এটিএম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের প্রথম ট্রাইব্যুনালে রায় পড়া শুরু করেন বিচারপতি আনোয়ারুল হক। এর পর বেলা ১১টা ৫৫ মিনিটে দ্বিতীয় বিচারপতি জাহাঙ্গীর হোসেন রায়ের দ্বিতীয় অংশ পড়া শুরু করেন। এ মামলায় আসামিপক্ষের যুক্তিতর্ক সম্পন্ন করেন সালাহউদ্দিন কাদের চৌধুরীর প্রধান আইনজীবী অ্যাডভোকেট আহসানুল হক হেনা ও ব্যারিস্টার ফখরুল ইসলাম। তাদের সহযোগিতা করেন অ্যাডভোকেট সালমা হাই টুনি ও হজ্জাতুল ইসলাম আল ফেসানি। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ, জেয়াদ আল মালুম, ও সুলতান মাহমুদ সীমন প্রমুখ।