প্রার্থী হবেন না নাইজেল ফারাজ
ব্রেক্সিট পার্টির প্রধান নাইজেল ফারাজ আগামী ১২ ডিসেম্বরের নির্বাচনে প্রার্থী হবেন না বলে জানিয়েছেন। নাইজেল ফারাজ জানিয়েছেন, আগামী পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী হবেন না তিনি। এর চেয়ে বরং দলের হয়ে প্রধানমন্ত্রী বরিস জনসনের ব্রেক্সিট চুক্তির বিরুদ্ধে দেশব্যাপী প্রচারণা চালাবেন। ফারাজ বিবিসিকে বলেন, পার্লামেন্টে যাওয়ার চেয়ে দেশের স্বার্থে ব্রেক্সিট চুক্তির ব্যাপারে সারাদেশে প্রচারণা চালানোই গুরুত্বপূর্ণ। ফারাজ বহু আগ থেকেই ব্রেক্সিট সম্পন্নের ব্যাপারে জোর দিয়ে আসছেন। এমনকি নির্বাচনের চেয়ে ব্রেক্সিটকে গুরুত্ব দিয়েছেন। এমতাবস্থায়, ব্রেক্সিটের ভবিষ্যৎ নির্ধারণী নির্বাচনে তার অংশ না নেয়ার ঘোষণায় অবাক হয়েছে বৃটেনের রাজনৈতিক মহল।
ফারাজ বলেন, আমি সারাজীবন রাজনীতিতে যুক্ত থাকতে চাই না। এ বিষয়ে বেশ ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছি। বিশেষজ্ঞরা বলছেন, নিজে নির্বাচনে না লড়ার ঘোষণা দিয়ে জনসনের জন্য আর বড় প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হলেন ফারাজ।