দুবাই এয়ার শোর অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার বিশ্বের অন্যতম বৃহৎ বিমান প্রদর্শনী দুবাই এয়ার শো ২০১৯-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন। দুবাই ওয়ার্ল্ড সেন্টারে আজ থেকে শুরু হওয়া পাঁচ দিনের এ প্রদর্শনী চলবে ২১ নভেম্বর পর্যন্ত। এতে ১৬০ দেশের ১৩ শ প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

শেখ হাসিনা সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের আমন্ত্রণে এ ১৬তম দ্বিবার্ষিক বিমান প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। প্রধানমন্ত্রী স্থানীয় সময় দুপুর ২টায় বিমান উড্ডয়ন প্রদর্শনীও উপভোগ করবেন। শেখ হাসিনা চার দিনের সরকারি সফরে শনিবার রাতে ইউএই পৌঁছান।

পাঁচ দিনের প্রদর্শনীতে প্রতিদিন দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দুবাই আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দর (দুবাই ওয়ার্ল্ড সেন্টার হিসেবেও পরিচিত) থেকে উড়োজাহাজ আকাশে উড়বে। বিশ্বের শীর্ষ তিন বিমান প্রদর্শনীর একটিতে পরিণত হওয়া দুবাই এয়ার শোতে আমেরিকা, ইউরোপ, এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশের ১৬০টির বেশি সরকারি প্রতিনিধিদল এবং ১৩ শ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।

১৯৮৯ সালে শুরু হওয়া দুবাই এয়ার শো উড়োজাহাজ শিল্পের নতুন পণ্য বিক্রির এক বৈশ্বিক প্ল্যাটফর্মে রূপ নিয়েছে। সেই সাথে এখানে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো এ শিল্পের নতুন প্রযুক্তি, সুযোগ ও প্রতিবন্ধকতাগুলো নিয়ে আলোচনায় অংশ নেয়। সর্বশেষ ২০১৭ সালের প্রদর্শনীতে বিশ্বের নানা প্রান্ত থেকে ৭৯ হাজার ৩৮০ জন দর্শনার্থী হাজির হয়েছিলেন। এতে ৬৩ দেশের ১২ শ প্রতিষ্ঠান অংশ নেয় এবং পণ্য ও সেবার আদেশ ১১৩ দশমিক ৮ বিলিয়ন ডলার ছাড়িয়ে যায়। -ইউএনবি

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button