ব্রেক্সিট বাণিজ্য বিভ্রাটে ক্ষতিপূরণ দাবি অস্ট্রেলিয়ার
ব্রেক্সিটের কারণে সৃষ্ট বাণিজ্য বিভ্রাটে যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের কাছে ক্ষতিপূরণ দাবি করছে অস্ট্রেলিয়াসহ বেশ কয়েকটি অ-ইউরোপীয় দেশ। জেনেভায় বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) একটি বিশেষ বৈঠকে অস্ট্রেলিয়ার অভিযোগ, ব্রেক্সিট অনিশ্চয়তায় তাদের গরু ও ভেড়ার মাংস রফতানি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
কোনো ধরনের শুল্ক ছাড়া বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ইইউতে আগে যে কৃষিপণ্য আসত, সাম্প্রতিক সময় তা সীমিত করে দিয়েছে সবচেয়ে বৃহৎ বাণিজ্য ও রাজনৈতিক জোটটি। ইইউ থেকে যুক্তরাজ্যের বেরিয়ে আসার বিষয়টি তিনবার পিছিয়ে যাওয়ায় যে বাণিজ্য বিঘ্ন ঘটেছে, এতে যুক্তরাজ্য ও ইইউতে বার্ষিক মাংস রফতানি কমায় ৩৬ কোটি ৬০ লাখ ডলার লোকসানের দাবি করেছে অস্ট্রেলিয়া।
ডব্লিউটিও বৈঠকে অস্ট্রেলীয় এক কর্মকর্তা দাবি করেন, বাজারে প্রবেশের সুযোগ সংকুচিত করায় যে লোকসান হয়েছে, সেজন্য ডব্লিউটিওর ক্ষতিগ্রস্ত সদস্য দেশগুলোকে ক্ষতিপূরণ দিতে হবে।