এয়ারবাস থেকে ৫০টি উড়োজাহাজ কিনবে এমিরেটস

ফরাসি উড়োজাহাজ নির্মাতা কোম্পানি এয়ারবাসের কাছ থেকে ১ হাজার ৬০০ কোটি ডলারে ৩৫০-৯০০ মডেলের ৫০টি ওয়াইডবডির উড়োজাহাজ কিনতে চুক্তি করতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) আকাশসেবা সংস্থা এমিরেটস এয়ারলাইনস।

দুবাইয়ে অনুষ্ঠিত এয়ার শো থেকে ইউএইর আকাশসেবা সংস্থাটির চেয়ারম্যান ও সিইও শেখ আহমেদ বিন সায়েদ আল-মাখতুম সাংবাদিকদের বলেন, ১ হাজার ৬০০ কোটি ডলারে ৫০টি এয়ারবাস ৩৫০ উড়োজাহাজ কেনার ঘোষণা দিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। উড়োজাহাজগুলো ২০২৩ সালের মে থেকে সরবরাহ শুরু হবে।

উল্লেখ্য, বিশ্বের ৮৪টি দেশের ১৫৮টিরও বেশি গন্তব্যস্থলে ফ্লাইট পরিচালনার একটি বৈশ্বিক নেটওয়ার্ক রয়েছে এমিরেটসের। আকাশসেবা সংস্থাটির বহরে ২৬১টি বিশালাকার উড়োজাহাজ রয়েছে। যার মধ্যে ১১৩টি এয়ারবাসের এ৩৮০ সুপারজাম্বো ও মার্কিন উড়োজাহাজ নির্মাতা কোম্পানি বোয়িংয়ের ১৫৮টি ৭৭৭ উড়োজাহাজ রয়েছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button