পর্তুগালের লিসবন সিটি কর্পোরেশনের কমিশনার রানা তাসলিম

Taslimনুরুল ওয়াহিদ: পর্তুগালের মূল ধারার রাজনীতিতে নেতৃত্বের সারিতে যোগ হলেন রানা তাসলিম উদ্দিন। তিনি পর্তুগালের লিসবন সিটি কর্পোরেশনের কমিশনার নির্বাচিত হয়েছেন।  ইউরোপের স্থলভূমির শেষ প্রান্ত পর্তুগালের রাজধানীতে ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হল বহুল আলোচিত সিটি কর্পোরেশন নির্বাচন। ইউরোপ প্রবাসী বাংলাদেশিদের সংগঠন অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশনের (আয়েবা) ভাইস প্রেসিডেন্ট রানা তাসলিম। এ বিজয়ের মাধ্যমে ইংল্যান্ডের পর ইউরোপের মধ্যে প্রথম ইতিহাস গড়েছেন তিনি। এ নিয়ে পর্তুগালসহ পুরো ইউরোপ ও আমেরিকা প্রবাসীদের মধ্যে বইছে আনন্দের বন্যা। বর্তমান বিরোধী দল স্যোশালিস্ট পার্টি পিএস’র সক্রিয় প্রতিনিধি হিসেবে তিনি আকাশচুম্বী এই সাফল্য অর্জন করলেন।
পিএস’র জনপ্রিয় নেতা আন্তোনিও কস্তা মেয়র পদে পুনঃনির্বাচিত হয়েছেন।
এদিকে রানা তাসলিম উদ্দিন লিসবন সিটি কর্পোরেশনের কমিশনার নির্বাচিত হওয়ায় পর্তুগালের বাংলাদেশ কমিউনিটিতে নতুন রুপরেখা সৃষ্টি হয়েছে।
নতুন দিগন্তের এই শুভ সূচনায় উচ্ছ্বাস প্রকাশ করছে ইউরোপের বিভিন্ন দেশের বাংলাদেশ কমিউনিটি।
রানা তাসলিম উদ্দিন গত ২৩ বছর ধরে বসবাস করছেন রাজধানী লিসবনে। স্থানীয় ট্রাইব্যুনালের অফিসিয়াল দোভাষী হিসেবে কাজ করছেন ১৮ বছরের বেশি সময় ধরে।
তিনি পর্তুগালের জনগনের সঙ্গে দেশটিতে বসবাসরত বাংলাদেশিদের সেতুবন্ধন রচনায় অনবদ্য ভূমিকা রেখেছেন বছরের পর বছর ধরে।
রানা তাসলিমের এ বিজয়ে উষ্ণ অভিনন্দন জানান বাংলাদেশ বিজনেস কনসাল্টিং এর চেয়ারম্যান, ফ্রান্স বাংলাদেশ ইকোনমিক চেম্বারের সভাপতি ও আয়েবা’র সাধারণ সম্পাদক ফ্রান্স প্রবাসী কাজী এনায়েত উল্লাহ।
তিনি বলেন, এ বিজয় সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা বাংলাদেশিদের মধ্যে প্রাণের সঞ্চার করেছে।
একে তিনি এক নতুন গৌরব ও ইতিহাস উল্লেখ করে বলেন, রানা তাসলিমের মত প্রবাসীরা প্রত্যেক দেশের মূলধারার রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হয়ে এ রকম প্রতিনিধিত্ব করলে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে। এ ছাড়া, প্রবাসীদের অধিকার আদায়ে বলিষ্ঠ ভূমিকা রাখা সম্ভব হবে।
তিনি আরও বলেন, এ বিজয় ইউরোপে বাংলাদেশিদের সুখ-দুঃখে পাশে থাকার একমাত্র বৃহৎ সংগঠন আয়েবা’র অগ্রযাত্রাতে নতুন মাত্রা যোগ করেছে।
আয়েবা‘র সহসভাপতি রানা তসলিম উদ্দিন পর্তুগালে কমিশনার নির্বাচনে  বিজয়ী হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন চ্যানেল এস চেয়ারম্যান আয়েবা’র প্রধান উপদেষ্টা আহমদ উস সামাদ চৌধরী জেপি, আয়েবা’র সভাপতি জয়নাল আবেদীনসহ সভাপতি ফখরুল আকম সেলিম, ট্রেজারার মুহিবুর রহমান মুহিব , ফ্রান্স ইয়থ ক্লাবের সভাপতি  শরীফ আল মুমিন, আয়েবা’র সহসাধারণ সম্পাদক সহিদুল আলম মানিক, স্পেন বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সভাপতি রবিন, সাধারণ সম্পাদক মিনহাজুল আলম মামুন, স্পেন গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল কাইয়ুম পংকি, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর, বার্সেলনা বাংলাদেশ সমিতির সভাপতি সুরুজ্জামান জামান, বেলজিয়াম বাংলাদেশি কমিউনিটি ব্যক্তিত্ব সিদ্দিকুর রহমান, ইকবাল হোসেন, আলম হোসেন প্রমুখ।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button