লন্ডনে নির্মিত হতে যাচ্ছে ২য় সর্বোচ্চ বিল্ডিং

এম এফ এ জামান: ব্রিটেনের রাজধানী লন্ডনে নির্মিত হতে যাচ্ছে পশ্চিম ইউরোপের ৩য় ও লন্ডনের ২য় সর্বোচ্চ স্থাপনা। লন্ডনের সর্বোচ্চ স্থাপনা দ্য শার্ড থেকে মাত্র ১৭ ফুট নিচু এই বিল্ডিং এর অনুমতি দিয়েছে সিটি অব লন্ডন। ঘেরকিন এবং চিজগ্র্যাটারের মধ্যখানে ১আন্ডারশাফট নামক ৭৩ তলা বিশিষ্ট ১০০০ স্কয়ারফিটের এ মনোমোগ্ধকর বিল্ডিংয়ের কাজ শীঘ্রই শুরু হবে। এই বিল্ডিং এর আর্কিটেক্ট এরিক পেরি বলনে, র্দীঘ ৩বছর পর আমরা ভবিষ্যতের পশ্চিম ইউরোপের ৩য় সর্বোচ্চ বিল্ডিং এর কাজ শুরুর অনুমতি পেয়েছি, এটি শুধু লন্ডন নয়, ইউরোপের আর্কষণকে আরো বাড়িয়ে তুলবে বিশ্বের কাছে।
কয়েক শত হাজার মিলিয়ন পাউন্ড ব্যয়ে নির্মিতব্য এই বিল্ডিং সপ্তাহের প্রতিদিন জনগনরে উপভোগের জন্য উম্নুক্ত থাকবে। প্রায় ১২ হাজার লোক এখানে কাজ করবে যারা উচু স্থাপনা বেয়ে উঠতে ভালবাসেন, তাদের জন্য এখানে থাকবে বিশেষ ব্যবস্থা।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button