বরিসের সঙ্গে হ্যান্ডশেক করতে নার্সের আপত্তি
নির্বাচনী প্রচারের সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে হাত মেলাতে আপত্তি জানিয়েছেন এক নার্স। ওই নারীর অভিযোগ, বরিস নার্সদের সঙ্গে কথা দিয়ে কথা রাখেননি। ন্যাশনাল হেলথ সার্ভিসে (এনএইচএস) বরিসকে পেয়ে নার্সরা প্রশ্ন করেন, ‘আপনার কাছে নার্সের গাছ আছে কি না?’
আগের নির্বাচনের সময় বরিস কথা দিয়েছিলেন, এনএইচএসের জন্য তিনি ৫০ হাজার নার্সের ব্যবস্থা করবেন। কিন্তু এখনো সেই কথা রাখতে পারেননি। বরিসকে ‘প্রতারক’ আখ্যা দিয়ে এক নার্স তার কাছে জানতে চান, ‘এত নার্স কোথা থেকে আসবে?’ বরিস জবাব দেন এভাবে, ‘আমার মনে হয় এমন একটি ব্যবস্থা আমাদের থাকা উচিত যেখান থেকে মানুষ বুঝবে এই দেশে নার্সদের ক্যারিয়ার আছে।’