বৃহস্পতিবার সারাদেশে বিক্ষোভ ইশা ছাত্র আন্দোলনের

এ কে আজাদ : আটক নেতাকর্মীদের মুক্তি ও দোষী র‌্যাব কর্মকর্তাদের বিচারের দাবিতে আগামী বৃহস্পতিবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে ইশা ছাত্র আন্দোলন। এছাড়া আগামী ৮ অক্টোবর প্রচারপত্র বিলি ও ১১ অক্টোবর দেশের সকল থানায় বিক্ষোভেরও ঘোষণা দিয়েছে সংগঠনটি। মঙ্গলবার দুপুরে রাজধানীর পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইশা ছাত্র আন্দোলনের সহ-সভাপতি এইচ.এম রফিকুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী ছেলে সজিব ওয়াজেদ জয়ের মাদ্রাসা ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদ করাই তাদের গ্রেপ্তার করা হয়েছে। প্রধানমন্ত্রী ও তার ছেলের অন্যায় কর্মকান্ডের সমালোচনা করার অধিকার জনগণের রয়েছে।
তিনি অভিযোগ করে বলেন, জিজ্ঞাসাবাদের নামে তাদের ওপর অমানবিক নির্যাতন চালিয়েছে র‌্যাব। তাদের সম্পূর্ণ বিবস্ত্র অবস্থায় উল্টো করে ঝুলিয়ে নির্মম নির্যাতন করা হয়েছে। বর্তমান জনবিচ্ছিন্ন ইসলামবিরোধী সরকারের সমালোচনার প্রতিশোধ নিতেই এ অত্যাচার।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ মুহাম্মদ ইউনূস, ইশা ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সেক্রেটারি কে.এম আনিসুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মু. নুরুন্নবি, ছাত্রকল্যাণ সম্পাদ মু. আজিজুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button