জানুয়ারি থেকে যুক্তরাজ্যে ট্রেন ভাড়া বাড়বে ২.৭%

আগামী ২ জানুয়ারি থেকে যুক্তরাজ্যজুড়ে ট্রেন ভাড়া গড়ে ২ দশমিক ৭ শতাংশ বাড়বে। সম্প্রতি এক ঘোষণায় এ তথ্য নিশ্চিত করেন ট্রেন অপারেটররা। যাত্রী ভাড়া বৃদ্ধির এ সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেন বিভিন্ন যাত্রী সংগঠন ও আন্দোলনকারীরা। শনিবার ২০২০ সালের ট্রেন ভাড়া প্রকাশের সময় রেল শিল্প যুক্তি দেখায় যে আরপিআই মূল্যস্ফীতির ওপর ভিত্তি করে ভাড়া বেড়েছে।

চলতি বছরের জুলাইয়ে ২ দশমিক ৮০ শতাংশ আরপিআই মূল্যস্ফীতির ভিত্তিতে ট্রেন ভাড়া নির্ধারণ করেছেন নীতিনির্ধারকরা। তবে শনিবার ভাড়া বৃদ্ধির বিষয়টি সিপিআই মূল্যস্ফীতির তুলনায় বেশি হয়েছে। গত মাসে যুক্তরাজ্যের সিপিআই মূল্যস্ফীতি ছিল ১ দশমিক ৫০ শতাংশ এবং জুলাইয়ে ছিল ২ দশমিক ১০ শতাংশ।

পরিবহনমন্ত্রী অ্যান্ডি ম্যাকডোনাল্ড বলেন, আগামী জানুয়ারিতে ভাড়া হ্রাস উপভোগ করা উচিত যাত্রীদের, আরেকবার বৃদ্ধি নয়।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button