মোরগের মাংশে জ্যান্ত ইদুর : টেসকোকে ৪৫ হাজার পাউন্ড জরিমানা
মুনজের আহমদ চৌধুরী, লন্ডন: মোরগের মাংশে জ্যান্ত ইদুরের পাওয়ায় টেসকোকে ৪৫ হাজার পাউন্ড জরিমানা করা হয়েছে। সেন্ট্রাল লন্ডনের কভেন্ট গার্ডেন ষ্টোরে গত বছরের মার্চে একজন ক্রেতা মোরগের মাংশ রাখা সারিতে জ্যান্ত বিশাল আকৃতির ইদুর দেখতে পান। খবর দেয়া হয় হেলথ ইন্সপেক্টারকে। পরে অনুসন্ধানে জ্যান্ত ইদুরের সাথে পাওয়া যায় মরা ইদুরও। বিষয়টি গড়ায় আদালতে। টেসকো ফুড এন্ড হাইজিন আইনের আওতায় ৬টি সুনির্দিষ্ট ভুলের কথা সাউথওয়ার্ক ক্রাউন কোর্টে স্বীকার করে। অতি স¤প্রতি আদালত এই ঘটনায় ৪৫ হাজার পাউন্ড জরিমানা করেন টেসকোকে। আদালত একই সাথে ষ্টোরটি সাময়িক বন্ধ করে যথাযথভাবে পরিছন্ন করার আদেশ দেন। টেসকো কতৃপক্ষ ১৩ দিন ষ্টোরটি বন্ধ করে যথাযথভাবে পরিছন্ন করান । টেসকো ঐ ব্রাঞ্চের ম্যানেজারকে এ ঘটনায় চাকুরীচ্যুত করেছে এবং এই শাখার সকল কর্র্মীকে পুনরায় হেলথ এন্ড সেফটি ট্রেনিং করানো হয়েছে।