উইঘুর মুসলিমদের পক্ষে মার্কিন কংগ্রেসে বিল পাস
চীনের জিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলিমদের ওপর নির্যাতনের ঘটনায় একটি বিল পাস করেছে যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ। বিলটিতে এ ইস্যুতে ঊর্ধ্বতন চীনা কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব করা হয়েছে। এর জবাবে চীন বলেছে, যুক্তরাষ্ট্রকে এর মূল্য দিতে হবে।
স্থানীয় সময় মঙ্গলবার রাতে হাউস অব রিপ্রেজেন্টেটিভসে এ বিল পাস করা হয়। এতে চীনের নিষেধাজ্ঞার পক্ষে ৪০৭টি ভোট পড়ে এবং নিষেধাজ্ঞার বিপক্ষে মাত্র একটি ভোট পড়ে। সংখ্যালঘু উইঘুর মুসলিমদের ওপর নির্যাতন, ডিটেনশন সেন্টারে আটকে রাখা ও হয়রানির কথা উল্লেখ করে নতুন এ বিল পাস করা হয়।
নতুন এ নিষেধাজ্ঞা বিলে চীনা সরকারের নির্দিষ্ট কর্মকর্তা ও জিনজিয়াংয়ের কমিনিউস্ট পার্টির প্রধান চেন কোয়াঙ্গুওয়ের নাম উল্লেখ করা হয়েছে। তবে নতুন এই নিষেধাজ্ঞা অনুমোদন করতে সিনেট ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষর প্রয়োজন। হংকংয়ে চীনা বিরোধীদের সমর্থনে ট্রাম্পের নতুন আইন পাসের একদিন পরেই নতুন এই বিল উত্থাপন করা হলো।