নান্দো’জের বিক্রয় ১বিলিয়ন পাউন্ড অতিক্রম
ব্রিটেনের পেরি পেরি চিকেনের চেইন নান্দো’জের বিক্রয় প্রথমবারের মতো ১বিলিয়ন পাউন্ড অতিক্রম করেছে। সাম্প্রতিক হিসাবে দেখা যায় এ বছর ২৪ ফেব্রুয়ারি রেষ্টুরেন্ট চেইনে ইউকে রাজস্ব ৭.৯% বেড়ে ৭৭৯.৪ মিলিয়ন পাউন্ডে দাঁড়িয়েছে। নান্দো’জের যখন ৩১টি শাখা খোলা হয় তখন তাদের প্রাক-কর মুনাফা ৮৩.৩ মিলিয়ন পাউন্ড থেকে বেড়ে ৯৬ মিলিয়ন পাউন্ড হয়।
দক্ষিণ আফ্রিকার ‘ইয়েলোউডস’ এর মালিকানাধীন নান্দো’জ জানায় তাদের গ্রুপ আয় ৮.৪% বেড়ে ১.১ বিলিয়ন পাউন্ডে দাঁড়িয়েছে। ব্যবসায় সম্প্রসারনে বিনিয়োগের পরে লোকসানের পরিমান ৩৬.১ মিলিয়ন পাউন্ড থেকে বেড়ে ৩৮.৩ মিলিয়ন পাউন্ড হয়।
ব্রেক্সিট বিষয়ে নান্দো’জের একজন মূখপাত্র বলেন, “আমরা ব্রেক্সিট আলোচনা গভীরভাবে পর্যবেক্ষণ করছি। যদিও অনেক কিছুই এখনো অস্পষ্ট রয়ে গেছে, আমরা বিশ্বাস করি আমরা সব পরিস্হিতির জন্য প্রস্তুত।”
নব্বইয়ের দশকে ব্রিটেনে প্রবেশের পর জোহান্সবার্গে প্রতিষ্ঠিত নান্দো’জ ব্যাপক জনপ্রিয়তা অজর্ন করেছে।