সালাহউদ্দিন কাদের চৌধুরী ঢাকা কেন্দ্রীয় কারাগারে
একাত্তরের মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দ-াদেশপ্রাপ্ত সালাহউদ্দিন কাদের চৌধুরী এখন ঢাকা কেন্দ্রীয় কারাগারে। গতকাল মঙ্গলবার রায়ের পর তাকে ট্রাইব্যুনাল থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। মানবতাবিরোধী অপরাধে আটকের পর থেকে তিনি কাশীমপুর কারাগারেই ছিলেন। রায় উপলক্ষে সোমবার সন্ধ্যায় সাকা চৌধুরীকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়।
মঙ্গলবার বিকেল ৩টা ২৫ মিনিটের দিকে বিএনপির এই নেতাকে একটি প্রিজনভ্যানে করে কারাগারে নেয়া হয়। এর আগে সকাল ৯টা ৪৫ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে সাকা চৌধুরীকে পুলিশ পাহারায় ট্রাইব্যুনালে হাজির করানো হয়।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ফরমান আলী জানান, ফাঁসির দ-প্রাপ্ত আসামিদের ক্ষেত্রে কারাবিধি অনুযায়ী যেসব ব্যবস্থা নেয়া হয়ে থাকে এক্ষেত্রেও একই ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।
গতকাল দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ সাকা চৌধুরীকে ফাঁসির আদেশ দেন। ৯টি অভিযোগ প্রমাণিত হয়েছে উল্লেখ করে ট্রাইব্যুনাল চারটি অভিযোগে ফাঁসির আদেশ, ৩টিতে ২০ বছর করে এবং ২টিতে ৫ বছর করে কারাদ-াদেশ দেয়া হয়।