যুক্তরাষ্ট্রে সিনিয়র ব্রিটিশ কূটনীতিকের পদত্যাগ
যুক্তরাষ্ট্রে ব্রিটেনের সিনিয়র কূটনীতিক আলেক্সান্দ্রা হল হল পদত্যাগ করেছেন। গত ৩ ডিসেম্বর জমা দেওয়া পদত্যাগপত্রে ওয়াশিংটনে ব্রিটিশ দূতাবাসের ব্রেক্সিট কাউন্সেলর আলেক্সান্দ্রা হল হল জানান, তিনি নির্বাচন উপলক্ষ্যে ব্রেক্সিট ইস্যুতে ব্রিটিশ রাজনীতিকদের অর্ধসত্য অঙ্গীকারের দায়ভার নিতে পারবেন না। এ ধরনের অঙ্গীকার কতটুকু বাস্তবায়ন হবে তা নিয়ে তিনি সন্দিহান। এজন্য তিনি আগেই পদত্যাগ করার সিদ্ধান্ত নেন। কারণ রাজনীতিকদের অঙ্গীকারকে আমলে তিনি সততার সঙ্গে দায়িত্ব পালন করতে পারবেন না।
আগামী ১২ ডিসেম্বর ব্রিটেনে পার্লামেন্ট নির্বাচন। প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, তার দল জয়ী হলে জানুয়ারির শেষ দিকেই ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হবে ব্রিটেন। আর বিরোধী নেতা জেরেমি করবিন বলেছেন, তারা আরেকটা গণভোট করবেন।