ব্রেক্সিট অনিশ্চয়তা ও বৈশ্বিক বাণিজ্যের শ্লথতা
কর্মী নিয়োগ স্থগিত ব্রিটিশ নিয়োগদাতাদের
ব্রিটেনের নিয়োগদাতারা কর্মী নিয়োগ স্থগিত রেখেছেন বলে উল্লেখ করা হয়েছে শ্রমবাজারের সমীক্ষায়। এ সিদ্ধান্তে দেশটির শ্রমবাজারে নতুন শ্রমিকের চাহিদা সাত বছরের নিম্নে পৌঁছেছে। চলতি বছর কয়েক বছর ধরে চলে আসা শক্তিশালী কর্মসংস্থান প্রবৃদ্ধির ইতি ঘটেছে বলে জানিয়েছে ম্যানপাওয়ার গ্রুপ। ব্রেক্সিট অনিশ্চয়তা ও বৈশ্বিক বাণিজ্যের শ্লথতার কারণে দেশটিতে বাণিজ্য আস্থায় ফাটল ধরায় এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
এদিকে ২ হাজার ১০১ জন নিয়োগদাতার মতামতের ভিত্তিতে পরিচালিত নিয়োগদাতা সংস্থার সমীক্ষায় লন্ডনের কারখানাগুলোয় ২০২০ সালের প্রথম প্রান্তিকে নিয়োগ দুর্বল থাকবে বলে উল্লেখ করা হয়েছে, যা ১০ বছরের নিম্নে। নিজেদের কোম্পানিগুলোয় ভারসাম্য আনতে আগামী বছরের প্রথম প্রান্তিকে কোন কোন খাতে তারা কর্মী নিয়োগ ও ছাঁটাই করবে, তা জানতে চাওয়া হলে মাত্র ২ শতাংশ কর্মী নিয়োগ দেয়ার কথা জানিয়েছে, যা ২০১২ সালের পর সবচেয়ে কম।
ব্রিটেনের মধ্যে সবচেয়ে বেশি নিয়োগদাতা লন্ডনকেন্দ্রিক। রাজধানীর বড় সংখ্যক কর্মী নিয়োগ দেশটির অন্য অঞ্চলের স্বল্প কর্মসংস্থানের মধ্যে ভারসাম্য তৈরি করে। আগামী বছরের প্রথম তিন মাসে চলতি বছরের সর্বশেষ প্রান্তিকের তুলনায় কর্মী নিয়োগ ৫ শতাংশীয় পয়েন্ট কমায় ২০২০ সালের প্রথম প্রান্তিকে শহরটির কর্মী নিয়োগ মাইনাস ১ শতাংশে দাঁড়াবে। অন্যদিকে অনেক বছর ধরে কর্মী নিয়োগের স্বর্গ বলে পরিচিত দেশটির মিডল্যান্ডেও আগামী বছর শোচনীয় অবস্থা বিরাজ করবে।