আ‌গের চে‌য়ে বে‌শি লোক ফুড ব্যাং‌কের দি‌কে আস‌ছে

ব্রিটেনের ফুড ব্যাংকগুলি ম্যাকডোনাল্ডসকে ছাড়িয়ে গেছে

২০১৯ সালে ১২৪৯ ম্যাকডোনাল্ডস, ৫০০ বার্গার কিং, ৫০০ স্টারবাকস, ২ হাজারেরও বেশি ফুড ব্যাংক

ব্রিটেনে এখন ফুড ব্যাংকগুলি ম্যাকডোনাল্ডসকে ছাড়িয়ে গেছে। নতুন তা‌লিকা অনুযা‌য়ী ব্রিটেনে এখন ম্যাকডোনাল্ডস’র চে‌য়ে বে‌শি ফুড ব্যাংক র‌য়ে‌ছে। ব্রিটেনে ২০১৯ সালে ১২৪৯ ম্যাকডোনাল্ডস, ৫০০ বার্গার কিং, ৫০০ স্টারবাকস, ২ হাজারেরও বেশি ফুড ব্যাংক রয়েছে।

চার দশ‌কেরও বে‌শি সম‌য়ে আমে‌রিকান ফার্স্টফুড চেইন ম্যাকডোনাল্ডস যুক্তরা‌জ্যের মহাসড়‌কের প্রধান অবলম্বনে প‌রিনত হ‌য়ে‌ছে। ১৯৭৪ উলউইচে প্রথম আউট‌লেট খোলার পর এখন পযর্ন্ত ১২৪৯টি শাখা কার্যক্রম চালা‌চ্ছে। ইন্ডি‌পে‌ন্ডেন্ট ফুড এইড নেটওয়ার্ক এর তা‌লিকা অনুযায়ী ফুড ব্যাং‌ক অধের্ক সম‌য়ে সেই সংখ্যা অতিক্রম ক‌রে‌ছে। তা‌দের ২০০০টি শাখা কাযর্ক্রম চালা‌চ্ছে যার ম‌ধ্যে প্রায় ১২০০টি ট্রা‌সেল ট্রাস্ট না‌মে দাতব্য সংস্হা দ্বারা প‌রিচা‌লিত।

ট্রা‌সেল ট্রাস্টের চিফ এক্সি‌কিউ‌টিভ এমা বে‌রি ব‌লেন, ‘ আমরা দেখ‌ছি আগের চে‌য়ে বে‌শি লোক ফুড ব্যাং‌কের দি‌কে আস‌ছে।’ ‘সাধারণ নিবার্চ‌নের দিন ক‌য়েক আগে বিষয়টা টুইটা‌রেও ভাইরাল হয়।’

তিনি বলেন, ‘এই সাধারণ নিবার্চ‌নে সব রাজ‌নৈ‌তিক দল‌কে অবশ্যই লোক‌দের ক্ষুধা নিবার‌ণের অঙ্গীকার কর‌তে হ‌বে এবং নি‌শ্চিত কর‌তে হ‌বে যে প্র‌ত্যে‌কের কা‌ছে মৌ‌লিক চা‌হিদা পূর‌ণের জন্য পযার্প্ত অর্থ র‌য়ে‌ছে।’

এমা ব‌লেন ‘আমরা চাই আমা‌দের পরবর্তী সরকার এমন ভ‌বিষ্য‌তের জন্য কাজ কর‌বে যেখা‌নে ফুড ব্যাং‌কের প্র‌য়োজন পড়‌বে না। এক‌টি দেশ হিসা‌বে ফুড ব্যাং‌কের প্র‌য়োজনীয়তা শেষ করার ক্ষমতা আমা‌দের আছে।’

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button