১০ মিলিয়ন খরচ করে ১ হাজার শিশুর দায়িত্ব নিলেন ওজিল!
ফুটবলার ওজিল। বরাবরের মত এবারও নিজের মহত্বের প্রমাণ দিলেন আরও একবার। তিনি এবার ১০০০ শিশুর অপারেশনের দায়িত্ব নিয়েছেন। এর আগেও বহুবার ওজিল বিভিন্নভাবে শরণার্থীদের পাশে থেকেছেন। তারই ধারাবাহিকতায় এবার তিনি এই দায়িত্ব হাতে নিলেন।
ওজিল বছর ছয়েক আগে আর্সেনালে যোগ দেন। সেসময় উত্তর লন্ডনে একটি বাড়ি কেনেন তিনি। সেই বাড়ির দেয়ালে তার মা মিসেস গুলিজার ওজিল একটি বার্তা লিখে দেন। বার্তাটি ছিল, মেসুত, এই পৃথিবীতে তুমি কেবলমাত্র একজন অতিথি। এই কথাটি কোনো দিন ভুলে যেও না। ঈশ্বর তোমাকে অন্যের থেকে একটু আলাদা করে সৃষ্টি করেছেন। কিন্ত সেটা শুধু তোমার নিজের ভালোর জন্য নয়। যদি তোমার সম্পদ হয় কোনদিন, গরিব লোকদের সঙ্গে তা ভাগ করে নিও।
ওইসময় থেকে মায়ের লিখে যাওয়া কথাগুলো খুব ভালোভাবেই গেঁথে রেখেছেন ওজিল। ফলে যখনই সুযোগ পান গরিবদের পাশে গিয়ে দাঁড়ান এই তারকা।
জানা গেছে, নতুন এ কাজে ওজিলের কমপক্ষে ১০ মিলিয়ন ইউরো খরচ হবে। তবে ওজিল নিজেকে মানবতার সেবায় নিয়োজিত করতেই অধিক পছন্দ করেন।