আগেই রায় প্রকাশের ঘটনা ষড়যন্ত্র : ট্রাইব্যুনাল
মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর রায় আগে প্রকাশ হয়ে যাওয়ার ঘটনাকে মস্তবড় ইনভেস্টমেন্ট ও ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। একই সঙ্গে এ ঘটনাকে ট্রাইব্যুনালের কার্যনক্রমকে বিতর্কিত করার হীন চেষ্টা বলেও উল্লেখ করেন ট্রাইব্যুনাল। বুধবার ট্রাইব্যুনাল-১ এর সদস্য বিচারপতি জাহাঙ্গীর হোসেন এ মন্তব্য করেন। তিনি বলেন, “আইনমন্ত্রণালয় থেকে রায় প্রকাশ হওয়ার যে ঘটনা প্রকাশ হয়েছে এর পেছনে বড় ধরনের ইনভেস্টমেন্ট রয়েছে। এটা এক ধরনের ষড়যন্ত্র।” এ ধরনের ঘটনাকে তিনি দুঃখজনক বলেও উল্লেখ করেন। এরপর প্রসিকিউটর জেয়াদ আল মালুম বলেন, “গতকাল রায় ঘোষণার পর সালাউদ্দিন কাদের চৌধুরীর স্ত্রী, ছেলে ও আইনজীবীরা কতগুলো জাজমেন্টের বান্ডিল হাতে নিয়ে মিডিয়ার সামনে প্রচারণা চালিয়েছেন যে, রায় আগেই প্রকাশ হয়ে গেছে।” এ ধরনের প্রচারণা চালানোর জন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি করেন তিনি। এ সময় বিচারপতি জাহাঙ্গীর হোসেন বলেন, “আপনারা লিখিত আবেদন করেন আমরা বিষয়টি দেখবো।