টাওয়ার হ্যামলেটস এনএইচএস ২৭০ মিলিয়ন পাউন্ড হারাবে
টোরী সরকারের বাজেট কাটের কারনে টাওয়ার হ্যামলেটস এনএইচএস ২০২৩ সালের মধ্যে ২৭০ মিলিয়ন পাউন্ড হারাবে। ‘‘কিপ আওয়ার এনএইচএস’’ পাবলিক ক্যাম্পেইন গ্রুপের পরিসংখ্যানে এই চিত্র ফুটে উঠেছে। এটি ২ হাজার ২শ জিপি, ৭ হাজার ৫শ নার্স, ১৫০ টি জিপি সার্জারী এবং ২৪০ টি এমআরআই মেশিন বাবদ ব্যায়ের সমান।
এব্যাপারে টাওয়ার হ্যামলেটস লেবার গ্রুপের লিডার মেয়র জন বিগস তার প্রতিক্রিয়ায় বলেন, গত এক যুগ ধরে টোরী বাজেট কাটের কারনে আমাদের পাবলিক সার্ভিস ভেঙ্গে পড়ার উপক্রম হয়েছে। আমাদের স্কুল, হাসপাতাল এবং স্থানীয় কাউন্সিলগুলো বাজেট কাটের কারনে হিমশিম খাচ্ছে। নতুন এই পরিসংখ্যান আবার মনে করিয়ে দিলো আমাদের সবচাইতে গুরুত্বপূর্ন প্রতিষ্ঠানটি কিভাবে ক্ষতিগ্রস্থ হতে যাচ্ছে।
লেবার গ্রুপের কেবিনেট মেম্বার ফর এডাল্ট, হেলথ এন্ড ওয়েলবিং কাউন্সিলার আমিনা আলী তার প্রতিক্রিয়ায় বলেন, নার্স সংকটের কারনে এনএইচএস সর্বকালের মধ্যে ক্রাইসিসে নিপতিত হতে যাচ্ছে। টোরী বাজেট কাটের কারনে স্টাফ সংকট যেমন চরমে উঠেছে তেমনি তা রুগীদেরকেও ঝুঁকির মধ্যে ফেলেছে। ব্যাপক বিনিয়োগ ছাড়া এই ক্ষতি কাটিয়ে উঠা সম্ভব নয়।