বুথ ফেরত জরিপ: বিশাল জয়ে ক্ষমতায় ফিরছেন জনসন
কনজারভেটিভ ৩৬৮, লেবার ১৯১, এসএনপি ৫৫, লিবারেল ডেমোক্র্যাট ১৩
বিশাল জয়ে ব্রিটেনের ক্ষমতায় আবার ফিরছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। বুথ ফেরত জরিপের ফল বলছে বরিস জনসনের কনজারভেটিভ দল ৩৬৮ আসনে জয় পেতে যাচ্ছে, যা ২০১৭ সালের চেয়ে ৫০ আসন বেশি। অন্যদিকে প্রধান প্রতিদ্বন্দ্বী জেরিমি করবিনের লেবার পার্টি মাত্র ১৯১ আসনে জয় পাবে বলে বুথ ফেরত জরিপে পূর্বাভাস দেওয়া হয়েছে। এ ছাড়া বুথ ফেরত জরিপ বলছে, স্কটিশ ন্যাশনাল পার্টি ৫৫, লিবারেল ডেমোক্র্যাট ১৩ আসন পাবে। ব্রেক্সিট পার্টি নির্বাচনে চমক দেখাবে বলে প্রত্যাশা করলেও দলটি একটি আসনও পাবে না বলে আভাস দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার ব্রিটেনে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। স্থানীয় সময় রাত ১০টায় ভোটগ্রহণ শেষ হয়। ভোট গ্রহণ শেষ হওয়া মাত্রই বুথ ফেরত জরিপের এই ফল প্রকাশ করা হয়। দেশটিতে বুথ ফেরত জরিপের এই আভাস ভুল হওয়ার ঘটনা নেই।