কনজারভেটিভ পার্টির ভূমিধস বিজয়
কনজারভেটিভ ৩৬৫, লেবার ২০৩, এসএনপি ৪৮, লিবারেল ডেমোক্র্যাট ১১
ব্রিটেনের সাধারণ নির্বাচনে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি বিপুল জয় পেয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে দলটির জয়ের ফলে দেশটির জন্য ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে যাওয়া বা ব্রেক্সিট বাস্তবায়ন খুব সহজ হবে।
ইতোমধ্যেই ৬৫০টি আসনের মধ্যে ৬৫০ আসনেরই ফলাফল হাতে এসেছে। এর মধ্যে কনসারভেটিভ দল পেয়েছে ৩৬৫টি আসন এবং লেবার পার্টি পেয়েছে ২০৩ আসন। স্কটিশ ন্যাশনাল পার্টি (এসএনপি) পেয়েছে ৪৮টি আসন, লিবারেল ডেমোক্র্যাট ১১ এবং অন্য আরও দুটি দল ২৩টি করে আসন পেয়েছে।
মোট ৬৫০টি আসনের ভোটের উপর ভিত্তি করে অনুষ্ঠিত এই নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠ দল দেশটির সরকার গঠন করে। সে হিসেবে সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে প্রয়োজন ৩২৬টি আসন। তবে একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও অন্য দলের সমর্থন নিয়ে পার্লামেন্ট গঠিত হতে পারে। সেই হিসেবে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা না হলেও একক সংখ্যাগরিষ্ঠতায় কনজারভেটিভ পার্টির জয় নিশিত হওয়া গেছে।