ব্রিটিশ পার্লামেন্টে নারী সদস্যের রেকর্ড
আগের সব রেকর্ড ছাড়িয়ে এবার সর্বাধিক সংখ্যক নারী সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ব্রিটিশ সাধারণ নির্বাচনে। সর্বশেষ ২০১৭ সালের সাধারণ নির্বাচনে সর্বোচ্চ ২০৮ জন নারী সংসদ সদস্য নির্বাচিত হতে দেখা যায়। আর এবার সেই সংখ্যা দিয়ে দাঁড়িয়েছে ২২০ জনে। শুক্রবার দেশটির প্রেস অ্যাসোসিয়েশনের সংবাদ সংস্থা এই তথ্য জানায়।
এবারের নির্বাচনে সব মিলিয়ে প্রায় এক হাজার ১২৪ জন নারী প্রার্থী অংশ গ্রহণ করেন। কনজারভেটিভ পার্টি থেকে এবার মোট ৮৬টি আসনে নারী প্রার্থী জয়ী হন, যেখানে ২০১৭ সালে এই সংখ্যা ছিল ৬৭ জন। পাশাপাশি সর্বাধিক সংখ্যক নারীর অংশগ্রহণও ছিল এই নির্বাচনে। ইউরোপিয়ান পার্লামেন্টের ওয়েবসাইট থেকে জানা যায়, এবারের নির্বাচনে অংশগ্রহণকারীর প্রায় ৪৭ শতাংশই নারী।
এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা ফলাফল অনুযায়ী একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টানা চতুর্থবারের মতো নির্বাচিত হয়েছে বরিস জনসনের দল কনজারভেটিভ পার্টি। ৬৪৯টি আসনের মধ্যে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি পেয়েছে ৩৬৪টি আসন। অন্যদিকে লেবার পার্টি পেয়েছে ২০৩টি আসন, স্কটিশ ন্যাশনাল পার্টি পেয়েছে ৪৮টি আসন এবং লিবারেল ডেমোক্রেটরা পেয়েছে ১১টি আসন।