চাকুরী ও ভিসা হারিয়ে এনএইচএস কর্মীর চরম অসহায় অবস্থা
ব্রিটিশ হোম অফিস জনৈক এনএইচএস কর্মীকে যুক্তরাজ্য থেকে বের করে দেয়ার পদক্ষেপ নেয়ায় বাধ্য হয়ে তাকে ফুডব্যাংকের আশ্রয় নিতে হয়েছে। উজু ওনুইগবো নামক এই ফিজিওথেরাপিষ্ট রয়াল স্টোউক ইউনিভার্সিটিতে কর্মরত ছিলেন। ২০১৭ সালের আগষ্ট মাসে চাকুরী হারানোর পর তার ওয়ার্ক ভিসা অকার্যকর হয়ে যায়। তাকে যুক্তরাজ্য ত্যাগ করতে বলা হয়। কিন্তু তার কথিত অন্যায়ভাবে তাকে চাকুরীচ্যুত করার পর বর্তমানে এই নাইজেরীয় নারী উজু একটি এমপ্লয়মেন্ট ট্রাইবুনালে মামলা লড়ছেন। আদালতের আইনী কার্যক্রমের দরুণ যুক্তরাজ্যে তার থাকার অধিকার রয়েছে বলে তাকে বলা হয়েছে। তা সত্বেও হোম অফিস পর পর তার দুটি ভিসা আবেদন প্রত্যাখান করেছে, সে দুই বছর যাবৎ কাজে নেই, এই কারণে।…
Want to read more?
Please register/login to get premium access on website, smartphone and apps.Register Login