৪ নারী ব্রিটিশ এমপিকে নেটিজেনদের শুভেচ্ছা

যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে সদ্য নির্বাচিত বাংলাদেশি বংশোদ্ভূত ৪ নারী এমপিকে শুভেচ্ছা জানিয়েছে নেটিজেনরা। বিদেশের মাটিতে দেশের মুখ উজ্জল করায় তাদের অভিনন্দন জানিয়ে স্ট্যাটাস দিচ্ছেন বাংলাদেশিরা।

ব্রিটিশ নির্বাচনে এবার এমপি হিসেবে নির্বাচিত হয়েছেন ৪ বাংলাদেশি বংশোদ্ভূত নারী টিউলিপ রেজওয়ানা সিদ্দিক, রূপা হক, রুশনারা আলী ও আফসানা বেগম। এদের মধ্যে আফসানা বেগম এবরাই প্রথম এমপি নির্বাচিত হয়েছেন।

টিউলিপদের অভিনন্দন জানিয়ে সাক্কাজোল কাজল লিখেছেন, ‘‘বাংলাদেশ ও বাঙালি জাতি- অতি গর্বের-ইতিহাস জানুন। পূর্বের দূঃশাসনের বিরুদ্ধে যুগ যুগ ধরে লড়ছে- সফলতাও পাইছে। একদিন বাঙালি জাতির গুণিধরদের নিয়েই বিশ্ব নেতৃত্ব চলবে।’’

হাওলাদার মামুন লিখেছেন, ‘‘চরম প্রতিকূলতার মাঝেও আমরা এগিয়ে যাবো দুর্বার গতিতে এটাই বাংলাদেশিদের স্পেশালিটি।’’

‘‘আলহামদুলিল্লাহ, বঙ্গবন্ধুর পরিবারের সদসদের মধ্যে পরাজয় শব্দটি এখন আর খুঁজেই পাওয়া যায়না। লেবার পার্টির চরম বিপর্যয়ের মাঝেও আবারো অসাধারণ বিজয় ছিনিয়ে আনলেন বঙ্গবন্ধুকন্যা শেখ রেহেনার কন্যা টিউলিপ সিদ্দিকী’’ লিখেছেন আবু আব্দুল্লাহ।

জেমস রায় শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘‘স্বাগতম বিজয়ীদেরকে! এ বিজয়ের বড় একটা কারণ এখনও বৃটেনের প্রবাসী বাংলাদেশীদের বৃহৎ একটা অংশ গতানুগতিক ধারায় বিশ্বাস করে। অনেকেই জানেনা কি করেন কেন করেন। এই বিজয় প্রবাসীদের কল্যাণে আদো কোন ভূমিকা রাখে কিনা সেটাই বিবেচ্য বিষয়!’’

মো. আমিনুল লিখেছেন, ‘‘বাংলার গৌরব ও আমাদের অহংকার, অভিনন্দন ও শুভকামনা রইল।’’

‘‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিকসহ বাঙালি চার কন্যা ব্রিটেনের নির্বাচনে বিজয়ী হওয়ায় অভিনন্দন’’ লিখেছেন মো. নাসির।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button