সালাহর জোড়া গোলে লিভারপুলের রেকর্ড
মিসরীয় ফরোয়ার্ড মোহামেদ সালাহর জোড়া গোলে ওয়াটফোর্ডকে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ের ধারা অব্যাহত রেখেছে লিভারপুল। শনিবার নিজেদের মাঠে ২-০ গোলে জয় পায় লিভারপুল। লিগে এ নিয়ে ক্লাব রেকর্ড টানা ৩৪ ম্যাচ অপরাজিত রইল অলরেডরা।
টানা অষ্টম জয়ে শিরোপার পথে ১১ পয়েন্টে এগিয়ে গেল গতবারের রানার্সআপরা। শিরোপা জয়ের লক্ষ্যে দারুণভাবে ছুটে চললেও পয়েন্ট টেবিলের তলানির দলের বিপক্ষে ঠিক চেনা ছন্দে দেখা যায়নি জুর্গেন ক্লপের দলকে। মিসরীয় ফরোয়ার্ড সালাহর দুটি জাদুকরী মুহূর্তই গড়ে দিয়েছে ব্যবধান।
খেলার ৩৮ মিনিটে সাদিও মানের পাস থেকে দুর্দান্ত এক গোলে লিভারপুলকে এগিয়ে দেন সালাহ। ৯০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে তিনিই নিশ্চিত করেন দলের জয়। লিগে চলতি মৌসুমে সালাহর ১৩তম গোল এটি। ১৭ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। ১৬ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে রয়েছে লেস্টার সিটি।