বিবিসির বর্ষসেরা ক্রীড়াবিদ বেন স্টোকস

ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন-বিবিসির বর্ষসেরা ক্রীড়া ব্যক্তিত্ব মনোনীত হয়েছেন দেশটির অলরাউন্ডার বেন স্টোকস। ইংল্যান্ডকে প্রথমবারের মতো ক্রিকেট বিশ্বকাপ জেতানো ফাইনালের নায়কের হাতে গতরাতে পুরস্কার তুলে দেয়া হয়। ফাইনালের সেই বীরোচিত পারফরম্যান্সের কারণেই তাকে বর্ষসেরা ক্রীড়াব্যক্তিত্ব হিসেবে বাছাই করেছে বিবিসি।

এছাড়া বিশ্বকাপের এক মাস পর অ্যাশেজ সিরিজের তৃতীয় ম্যাচে ১৩৫ রানের নান্দনিক এক ইনিংস খেলে ম্যাচ জিতিয়েছেন স্টোকস। শুধু স্টোকস একাই নন, বিশ্বকাপ জয়ী ইংল্যান্ড দলটাকে বর্ষসেরা দল হিসেবে ভূষিত করেছে বিবিসি। একইসঙ্গে বিশ্বকাপের ফাইনাল ম্যাচে মার্টিন গাপটিলকে রান আউট করার মুহূর্তটিকে বর্ষসেরা মুহূর্ত হিসেবে পুরষ্কৃত করা হয়েছে। বর্ষসেরা ক্রীড়াব্যক্তিত্বের দৌড়ে স্টোকসের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন লুইস হ্যামিলটন। এছাড়া তৃতীয় হয়েছেন স্প্রিন্টার দিনা অ্যাশার স্মিথ।

স্টোকস এ পুরস্কার জেতার মাধ্যমে কেটেছে ক্রিকেটের ১৪ বছরের অপেক্ষা। সবশেষ ২০০৫ সালে বিবিসির বর্ষসেরা ক্রীড়াব্যক্তিত্ব হয়েছিলেন আরেক অলরাউন্ডার অ্যান্ড্রু ফ্লিনটফ। এ দুইজনের আগে ক্রিকেট থেকে বর্ষসেরা ক্রীড়াব্যক্তিত্ব নির্বাচিত হয়েছিলেন জিম লেকার (১৯৫৬), ডেভিড স্টিল (১৯৭৫) এবং স্যার ইয়ান বোথাম (১৯৮১)।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button