২০২০ সালে ব্যাপক পরিবর্তন আসছে লন্ডন বাস সার্ভিসে
লন্ডনের বাস শুধুমাত্র আইকনই নয় বরং এগুলো রাজধানীর পরিবহন নেটওয়ার্কের একটি গুরুত্বপূর্ণ অংশ। বিগত বছরের পর বছর ধরে এগুলোর উন্নয়ন হয়েছে এবং সবচেয়ে নতুন ও আধুনিকতম রুটমাস্টার্স বাসগুলো একটি গোলাকৃতি, অধিক গ্লাসওয়ালা এবং সামনে, মধ্যখানে ও পেছনে দরোজা নিয়ে হাজির হয়েছে। প্রাথমিকভাবে এগুলো কন্ডাকটরদের জন্য ছিলো স্মৃতি জাগানিয়াও। অবশ্য চালু হওয়ার পর থেকে ৩০০ জন তাদের চাকুরী হারিয়েছেন। পরবর্তী আঘাত হচ্ছে যে, বাসগুলো এখন শুধু সামনের দরোজা ব্যবহার করতে দেবে। তথ্য স্বাধীনতার (এফওআই) সুবাদে এটা জানা গেছে যে, ২০২০ সালের প্রথম দিকে লন্ডনের বাসিন্দাদের ৩ দরোজা দিয়ে প্রবেশের ব্যবস্থাকে বিদায় জানাতে হবে। কিছু সংখ্যক অসৎ লোকের ভাড়া ফাঁকি দেয়ার কারণে…
Want to read more?
Please register/login to get premium access on website, smartphone and apps.Register Login