ঢাকাদক্ষিণ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী বুরহান উদ্দিন আর নেই
গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ নগর গ্রামের বিশিষ্ট মুরব্বি ও ব্যবসায়ী বুরহান উদ্দিন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪ টার দিকে সিলেট নগরীর একটি প্রাইভেট ক্লিনিকে তিনি ইন্তেকাল করেন। বুরহান উদ্দিন ঢাকাদক্ষিন বাজারের প্রাক্ত ব্যবসায়ী ছিলেন। মরহুমের জানাযার নামাজ আজ শুক্রবার বাদ জুম্মা ঢাকাদক্ষিণ মাদ্রাসা মাঠে অনুষ্টিত হয়।