ব্রেক্সিট চুক্তির পক্ষে পড়ে ৩৫৮ এবং বিপক্ষে পড়ে ২৩৪ ভোট
ব্রেক্সিট চুক্তি নিয়ে ভোটে জয়ী বরিস জনসন
আজ শুক্রবার পার্লামেন্টের ভোটাভুটিতে ব্রেক্সিট চুক্তির পক্ষে পড়ে ৩৫৮ এবং বিপক্ষে পড়ে ২৩৪ ভোট। এর মধ্য দিয়ে জনসন ৩১ জানুয়ারিতে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার (ব্রেক্সিট) প্রতিশ্রুতির প্রধম ধাপ পূরণ করলেন।
যুক্তরাজ্যে সদ্য হয়ে যাওয়া নিরবাচনে বড় ধরনের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জনসন ক্ষমতায় আসায় পার্লামেন্টের ব্রেক্সিট চুক্তি পাস করিয়ে নেওয়া তার জন্য সহজ হল। ভোটে জয়ী হওয়ার পর জনসন বলেছেন, “দেশ এখন ব্রেক্সিট সম্পন্ন করা থেকে মাত্র এক ধাপ দূরে রয়েছে।”
ব্রেক্সিট নিয়ে জটিলতা দেখা দেওয়ার প্রেক্ষাপটেই এবার আগাম ভোট হয়েছে যুক্তরাজ্যে। পরিস্থিতি এতটাই জটিল অবস্থায় পৌঁছেছিল যে, প্রায় শতবছরের ঐতিহ্য ভেঙে ডিসেম্বরে এ ভোটের আয়োজন করতে হয়েছিল কনজারভেটিভ পার্টির প্রধানমন্ত্রী বরিস জনসনকে।
পার্লামেন্টে তিনবার ব্রেক্সিট চুক্তি পাস করাতে ব্যর্থ হয়ে আগের প্রধানমন্ত্রী টেরিজা মে’র পদত্যাগের পর ক্ষমতায় আসা জনসনকেও কম গলদঘর্ম হতে হয়নি। ৩১ অক্টোবরের মধ্যে ব্রেক্সিটে ব্যর্থ হয়ে তাই তাকে ১২ ডিসেম্বর সাধারণ নির্বাচন করতে হয়েছে।