মুসলিমবিদ্বেষী দলের সদস্যরা ব্রিটেনের ক্ষমতাসীন দলে যোগ দিচ্ছে

মুসলিমবিদ্বেষী দলের (ব্রিটেন ফার্স্ট) ৫ হাজার সদস্য ব্রিটেনের ক্ষমতাসীন দলে যোগ দিয়েছেন। সম্প্রতি শেষ হওয়া ব্রিটেনের সাধারণ নির্বাচনের পরপরই দলটিতে যোগ দিয়েছেন তারা। ইসলামের প্রতি বর্তমান ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের নেতিবাচক মনোভাবে অনুপ্রাণিত হয়ে তারা ওই দলটিতে যোগদানের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছে দলটির একাধিক সদস্য।

জানা যায়, ব্রিটেন ফার্স্ট নামের ওই দলটির প্রায় সাড়ে ৭ হাজার সদস্যের মধ্যে প্রায় অধিকাংশই ইসলামবিদ্বেষী। গত বছরও মুসলমানদের বিরুদ্ধে বিদ্বেষজনিত অপরাধের দায়ে দলটির বেশ কয়েকজন নেতাকে কারাগারে যেতে হয়েছিলো।

দলটির একজন মুখপাত্র জানান, আমরা এমন একটি দলকে সমর্থন করবো যারা মৌলবাদী ইসলামের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে আগ্রহী। বর্তমান বরিস জনসনের কনজারভেটিভ পার্টি তা করতে রাজি আছে।

এর আগে ব্রিটেন ফার্স্ট আহ্বান জানিয়েছিল, ‘বরিস জনসনের নেতৃত্বকে আরও সুরক্ষিত করতে’ ব্রি‌টিশ সমর্থকদের কনজারভেটিভ পার্টিতে যোগ দিতে। উগ্রপন্থী গোষ্ঠী, যাদের নেতারা গত বছর কারাগারে ছিল, গ্রাহকদের কাছে একটি ইমেল পাঠিয়ে দাবি করেছিল যে তাদের হাজার হাজার নেতাকর্মী টরির সদস্য হয়ে উঠছে। “আপনি যদি কনজারভেটিভ পার্টিতে যোগ না দিয়ে থাকেন তবে বরিস জনসনের নেতৃত্বকে আরও সুরক্ষিত করার জন্য আমরা আপনাকে অবিলম্বে এটি করার অনুরোধ করছি,” বুধবার প্রেরিত ইমেলটিতে ব্রিটেন ফার্স্ট বলেছিল।

উল্লেখ্য, ২০১৭ সালে ব্রিটেনের উগ্র ডানপন্থী গোষ্ঠী ‘ব্রিটেন ফার্স্ট’ এর তিনটি উস্কানিমূলক মুসলিমবিদ্বেষী ভিডিও রিটুইট করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে এ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে দুঃখ প্রকাশ করেন ট্রাম্প। এছাড়া, বিদ্বেষ ছড়ানো ও একাধিকবার ফেসবুক ব্যবহারের নীতিমালা ভঙ্গের দায়ে গত বছর ব্রিটেন ফার্স্ট এর ২০ লাখ লাইক সম্বলিত ভেরিফায়েড পেজ বন্ধ করে দেয় ফেসবুক কর্তৃপক্ষ।-ইন্ডিপেন্ডেন্ট ডট কো ডট ইউকে

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button