জেএসসিতে পাশের হার ৮৭.৯০, জিপিএ-৫ ৭৮,৪২৯
জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এবার জেএসসিতে পাশের হার ৮৭.৯০। জিপিএ-৫ পেয়েছে ৭৮ হাজার ৪২৯ জন শিক্ষার্থী। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জেএসসি ও সমমানের পরীক্ষার ফল বিস্তারিত তুলে ধরেন।
এসময় জানানো হয়, ঢাকা বোর্ডে পাশের হার ৮২.৭২, রাজশাহীতে ৯৪.১০ শতাংশ, সিলেটে ৯২.৭৯ শতাংশ, কুমিল্লা ৮৮.৮০, যশোর ৯১.০৮, রাজশাহী ৯৮.১০, দিনাজপুর ৮৩.৯২ শতাংশ, ময়মনসিংহ ৮৭.২১ , চট্টগ্রাম ৮২.৯৩ শতাংশ, বরিশালে ৯৭.০৫ শতাংশ ও মাদ্রাসা বোর্ডে পাশের হার ৮৯.৭৭ শতাংশ। এবার জেএসসিতে পাশের হার বেড়েছে ২.০৭ শতাংশ, জিপিএ-৫ বেড়েছে ১০ হাজার ৩৩৪।