জিপিএ-৫ পেল ৩ লাখ ২৬ হাজার ৮৮ শিক্ষার্থী
প্রাথমিকে পাস ৯৫.৫০%
পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষায় এবার সারা দেশে গড়ে ৯৭ দশমিক ৫৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। এর মধ্যে ঢাকা বিভাগে পাসের হার সবচেয়ে বেশি, ৯৮ দশমিক ২৫ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছে ৩ লাখ ২৬ হাজার ৮৮ জন।এর মধ্যে ঢাকা বিভাগ থেকে সর্বোচ্চ এক লাখ ২২ হাজার ৪৬৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার সোমবার সকালে গণভবনে প্রধানমন্ত্রীর হাতে ফলাফলের সারসংক্ষেপ হস্তান্তর করেন। দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে তিনি এবারের ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরেন।
প্রাথমিক সমাপনীতে গতবার ঢাকা বিভাগের শিক্ষার্থীরা জিপিএ-৫ প্রাপ্তিতে শীর্ষ থাকলেও পাসের হারে এগিয়ে ছিল বরিশাল বিভাগের শিক্ষার্থীরা। এবার প্রাথমিক শিক্ষা সমাপনীতে ২৪ লাখ ৫৪ হাজার ১৫১ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ১১ লাখ ২৪ হাচার ২২৫ জন। ছাত্রী ১৩ লাখ ২৯ হাজার ৯২৬ জন। মোট পাস করেছে ২৩ লাখ ৪৩ হাজার ৭৪৩ জন। পাস করা শিক্ষার্থীদের মধ্যে ছাত্র ১০ লাখ ৭২ হাজার ১৫৪ জন। ছাত্রী সংখ্যা ১২ লাখ ৭১ হাজার ৫৮৯ জন।