বছরের শেষ দিকেই বাজারে আসছে ‘আইপ্যাড মিনি টু’
আইফোনের নতুন সংস্করণ ‘ফাইভ সি’ ও ‘ফাইভ এস’ বাজারে আসার পর এবার ‘আইপ্যাড মিনি টু’ নিয়ে শুরু হয়েছে নতুন গুঞ্জন। গুঞ্জন উঠেছে এই বছরই বাজারে আসতে যাচ্ছে ‘আইপ্যাড মিনি টু’। আর এতথ্য জানিয়েছে রয়টার্স।
রয়টার্স জানায়, এই গুঞ্জনে হাওয়া দিয়েছেন অ্যাপলের তথ্য ফাঁসের জন্য খ্যাত সনি ডিকসন। টুইটারে এক বার্তায় তিনি জানিয়েছেন, চলতি বছরই ‘আইপ্যাড মিনি টু’ বাজারে ছাড়তে পারে অ্যাপল।
টুইটারে ডিকসন আরো জানিয়েছেন, আইফোন ফাইভ এসের মতো এই ট্যাবলেটেও ব্যবহার করা হয়েছে টাচ আইডি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, এক গিগাবাইট র্যাম, ৭.৯ ইঞ্চির ‘রেটিনা ডিসপ্লে’, আইওএস সেভেন অপারেটিং সিস্টেম ও ৬৪ বিটের এ৭ প্রসেসর। আইপ্যাড মিনি টু বাজারে কালো, রূপালি ও সোনালি রঙের পাওয়া যাবে বলেও জানিয়েছেন তিনি।